User Study and Experience Research Hub (Userhub) এর ইউএক্স কোর্স এবং সল্যুশনস

নভেম্বর ৫, ২০১৫

ওয়েব এন্ড টেকনোলোজির এই সময়ে সবচেয়ে বেশী যে বিষয়টি লক্ষ্য রাখতে হচ্ছে তা হচ্ছে UX বা User Experience। যেকোন প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূল লক্ষ্যই থাকে ইউজারের সন্তুষ্টি। মানে যাদের জন্য একটি ওয়েব সাইট বা প্রোডাক্ট বানানো হয়।

গত ৫ বছরে Electronic Device থেকে শুরু করে Web এবং Mobile অ্যাপ্লিকেশনের মধ্যে অভাবনীয় নতুন নতুন পরিবর্তন এসেছে । আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়, সবকিছুতে শুধু ডিজাইনের পরিবর্তন এসেছে। কিন্তু ইউএক্স মানে শুধু ডিজাইন নয়। প্রতিটি প্রোডাক্টের হার্ডওয়্যার এবং টেকনিক্যাল খুঁটিনাটি পরিবর্তন এবং পরিবর্ধনগুলো হয় ইউএক্স এর উপর ভিত্তি করে।

সমগ্র বিশ্বে উত্তর উত্তর UX এর উপর চলছে ব্যাপক গবেষণা । বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। ২০১৪ সালে বাংলাদেশে  প্রতিষ্ঠিত হয় ইউজার স্টাডি এন্ড এক্সপেরিয়েন্স রিসার্চ হাব (User Study end experience research hub) “ইউজারহাব” (Userhub)। “ইউজারহাব” একটি ইউজার ভিত্তিক Research Institute । “ইউজারহাব” বাংলাদেশের একমাত্র ইউএক্স ইন্সটিটিউট যেখানে দীর্ঘ ২ বছর ধরে তারা বিভিন্ন ক্যারিয়ার ভিত্তিক ট্রেইনিং পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশে-বিদেশে User Centered Design এর উপর বিভিন্ন সার্ভিসও দিয়ে আসছে।

বাংলাদেশের বড় বড় সফটওয়্যার কোম্পানির বিভিন্ন ওয়েব প্রফেশনালরা এখান থেকে ইউএক্স এর উপর ট্রেইনিং নিয়েছে। তাদের মধ্যে অন্যতম গ্রাফিক পিপল, থেরাপবিডি, নিউজক্রেড, এসএসএল ওয়্যারলেস, রিভ সফট, ডিনেট ইত্যাদি।

“ইউজারহাব” এর সহ প্রতিষ্ঠাতা এবং ইউজার রিসার্চার ও কন্সাল্ট্যান্ট নিলীম আহসান জানান, “ইউএক্স এমন একটি সাবজেক্ট যেটা ওয়েব থেকে শুরু করে প্রতিটি টেকনিক্যাল সেক্টরে জরুরী।  আমাদের কোর্স গুলোর মূল লক্ষ্য হল, ক্যারিয়ার গাইডলাইন এর মাধ্যমে যে যেটাতে ভালো তাকে সেটাতে তাকে আরো দক্ষ করে তুলতে সাহায্য করা। ইউএক্স শুধু যে একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের বিষয় তা নয়। আমাদের কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা যে, যেকোন হার্ডয়ার বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রফেশনালরা ইউএক্স শিখে তার নিজ নিজ কর্মক্ষেত্রে সেগুলোকে কাজে লাগাতে পারবে।”

তিনি আরো বলেন, “ইউএক্স এর পরিসরটা যেমন বড় তেমনি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর সেজন্য ইউজারহাব এর অন্যতম বৈশিষ্ট রিসার্চের মাধ্যমে সবসময় আপডেট করে যাওয়া। আমরা ট্রেইনিং এর পাশাপাশি ওয়েব এবং মোবাইল অ্যাপ এর বিভিন্ন সলুশ্যনও দিয়ে যাচ্ছি। ফলে ছাত্রছাত্রীরা কোর্স শেষে বিভিন্ন প্রোজেক্টে ইন্টার্নশিপের মাধ্যমে তাদের মেধার সর্বচ্চ চর্চার একটা সুযোগ পাচ্ছে।”

ইউজারহাবের Certified Course গুলো হচ্ছে

গ্রাফিক এন্ড ভিজুয়াল ডিজাইন (CGVD)
(http://www.theuserhub.com/courses/cgvd/ )

ইউজার এক্সপেরিএন্স প্রফেশনাল (CUXP)
(http://www.theuserhub.com/courses/cuxp/ )

ইউজার ইন্টারফেস ডিজাইন (CUID)
(http://www.theuserhub.com/courses/cuid/ )

মোবাইল এপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং (CMAE)
(http://www.theuserhub.com/courses/cmae-android/)

ইউজারহাবের Service and Solution গুলো হচ্ছে  –

Web Application Design & Development
(http://www.theuserhub.com/solutions/web-application-design-development/)

Mobile Application Design & Development
(http://www.theuserhub.com/solutions/mobile-application-design-development/)

Accessibility Compliance Solutions
(http://www.theuserhub.com/solutions/accessibility/)

Product Design & Development
(http://www.theuserhub.com/solutions/product-design-development/)