ডিজিটাল ইনভেশন চ্যালেঞ্জের মাধ্যমে নারীদের উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন নারীরা। আর এ সুযোগ করে দিতে দেশে প্রথমবারের মতো আয়োজন হয়েছে ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেন, ২০১৬’ শীর্ষক প্রতিযোগিতা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এর আয়োজন করেছে “উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ” (ডব্লিউআইডিবিডি)।
মাসব্যাপী এ প্রতিযোগিতা দেশের সব নারীর জন্য উন্মুক্ত থাকছে। গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। প্রতি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন সদস্য থাকতে পারবে। এর মধ্যে পুরুষ সদস্যের সংখ্যা হবে সর্বোচ্চ দুজন।
আবেদন করা যাবে http://goo.gl/forms/kyHZ3VeZAJ এ ঠিকানায়। এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন উদ্ভাবনী চিন্তার প্রবর্তন ও তা ডিজিটাল মাধ্যমে প্রয়োগ করতে পারবেন নারীরা।
প্রতিযোগিতাটি মূলত নারীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ, আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে। যা ডিজিটাল বাংলাদেশকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।