ব্রাউজারে Readability নিয়ে সমস্যা?

সেপ্টেম্বর ২০, ২০১৫

আমরা অনেক সময় ওয়েব ব্রাউজারে বিভিন্ন ওয়েব কন্টেন্ট পড়া নিয়ে সমস্যায় পড়ি। আর এই সমস্যা থেকে উত্তির্নের উপায় নিয়ে “Readability” নামের একটি এডঅন চালু হয়েছে। “Readability is a web and mobile app that zaps online clutter and saves web articles in a comfortable reading view.” এই এডঅনটি   ব্যাবহার করলে কোন ওয়েবপেজের মুল টেক্সটগুলো আলাদাভাবে শো করে যাতে সহজেই টেক্সট গুলো পড়া যায়।

এর চমৎকার দিকটি হল, ইচ্ছে করলে কেউ পরে পড়ার জন্য সুবিধাজনকভাবে সেভ বা সংরক্ষন করে রাখতে পারে। গুগোল ক্রমে এ জন্য এই শ্লোগানটি ইউজ করা হয়েছে – Read Now, Read Later and Send to Kindle.  মজিলা ফায়ারফক্স ব্রাউজার ছাড়াও Android, iPhone, iPAD, Flipboard  এবং  Smartphone ও TAB  এ এই এডঅনটি ব্যাবহার করা যাবে।এছাড়াও Readability দিচ্ছে  built-in native sharing support.

Addon টি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে

 

Tech Writer – Techmorich