একটা মুটামুটি মানের কম্পিউটারের দাম ক্যামন? আচ্ছা কম্পিউটার থাক। ট্যাব? আরো কমের মধ্যে চিন্তা করলে মাঝারি মানের একটা Android ফোনের দাম কিন্তু ৮-১০ হাজারের মধ্যে। এর থেকে কমে পাওয়া গেলেও সেগুলোর মান ও কর্মক্ষমতার সীমাবদ্ধতা সবারই জানা। এই যখন অবস্থা তখন আমরা কথা বলছি মুটামুটি পূর্ণাঙ্গ কম্পিউটারের ব্যাপারে যার দাম ৩৫ মার্কিন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৫ হাজার টাকার কম! আর এই ক্ষুদে কম্পিউটারের নাম রাসবেরি পাই (Raspberry Pi).
কম্পিউটার বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবার প্রথমে একটা মনিটর। তার সামনে থাকা কী-বোর্ড, মাউস। আর সিপিইউ (CPU) এর দিকে নজর যায় যেন সবার পরে। কিন্তু কম্পিউটিং এর মূল কাজটিই করে এই সিপিইউ। আরো সূক্ষ্ম ভাবে বলতে গেলে প্রসেসর (processor) আর র্যাম (RAM). এই রাসবেরি পাই কম্পিউটারটিতেও প্রসেসর আর র্যাম উপস্থিত।
এক কথায় বলতে গেলে রাসবেরি পাই হচ্ছে মূলত একটা সার্কিট বোর্ড। বোর্ডের সাইজ একটি ক্রেডিট কার্ডের চেয়ে সামান্য বড়। অনায়েসেই রাখা যায় হাতের তালুতে। এর সাথে কী-বোর্ড, মাউস, মনিটর আলাদা ভাবে যুক্ত করা হয়। ৩৫ মার্কিন ডলার মূল্যের এই সার্কিট বোর্ডটি চাইলে একটি প্লাস্টিকের কেসিং এর মাঝে স্থাপন করা যায়। এর সাথে মনিটর হিসেবে CRT Monitor, LCD Monitor, LED monitor যুক্ত করা যাবে। একই সাথে সরাসরি টেলিভশনের সাথে যুক্ত করেও কাজ চালানো যাবে। একই প্রতিষ্ঠান থেকে উক্ত কম্পইউটারের জন্য আলাদা ভাবে Touch screen-ও কিনতে পাওয়া যায়।
রাসবেরি পাইয়ের নিজস্ব অপারেটিং সিসটেম রয়েছে। এছাড়াও এর উপযোগি লিনাক্স ভিত্তিক কয়েকটি অপারেটিং সিসটেমও পাওয়া যায়। একই সাথে Android Operating System ও Windows 10 ও ব্যবহার করা যাবে এই কম্পিউটার পরিচালনায়।
প্রত্যন্ত অঞ্চল বা শহর থেকে পিছিয়ে পড়া অঞ্চলের বাচ্চাদের মাঝে কম্পিউটার ও প্রোগ্রামিং এর জ্ঞান ছড়িয়ে দেয়া খুবই সম্ভব এই ছোট্ট ডিভাইসের সাহায্যে। এর সাহায্যে Microsoft Word এর ওয়ার্ড প্রসেস, internet ব্রাউজ করা, 1080P video streaming, অডিও শোনা, প্রোগ্রামিং করা, গেম খেলার মত কাজগুলো করা যায়। এতে Scratch, C, C++, Python, Java সহ ARMv7 প্রসেসর যে সকল ল্যাঙ্গুয়েজকে compile করতে পারে তার সবগুলোতেই প্রোগ্রামিং করা যাবে। শিশুদের প্রোগ্রামিং শেখার জন্য অল্প খরচে এটি হতে পারে একটি চমৎকার মাধ্যম!
এর সর্বশেষ সংস্করণ Raspberry Pi 2 Model B এর সম্পর্কে কিছু তথ্যঃ