চায়নার Robot সাংবাদিক!

সেপ্টেম্বর ১৬, ২০১৫

কয়েক মিনিটের মধ্যে দুই হাজার লোকের খাবার তৈরি করা রোবটের কথা তো আমরা অনেক শুনেছি। শুনেছি দক্ষ ব্যাঙ্কার রোবট এর কথা।  কিন্তু সাংবাদিকতা? ঠিক তাই। চাইনিজরা এবার উদ্ভাবন করল robot journalist।

এই রোবটটি দক্ষ সাংবাদিকদের মতো সব দায়িত্ব পালন করতে পারবে।  জায়ান্ট সোশ্যাল গেমিং চীনা কোম্পানি টেন্সেন্ট এর তৈরি “Dreamwriter” রোবট সাংবাদিক। চায়না ভাষায় সাউথ মর্নিং এ  ৯১৬ শব্দের একটি প্রতিবেদন তৈরি করতে ড্রিমরাইটার এর মাত্র এক মিনিট লেগেছিল।Beijing Times এর রিপোর্টার জানায় “August CPI a new high in the past 12 months” আর্টিকেল এ  রোবটের লিখাটি এত নিখুঁত ছিল কোয়ালিটির দিক দিয়ে কোনভাবেই বোঝার উপায় নেই যে ওটা কোন  মানুষের নয়, রোবটের লিখা।

তবে চীনের রাষ্ট্রীয় গনমাধ্যম রোবটের সাংবাদিকতার ব্যাপারটি ভালভাবে গ্রহন করেনি। তাদের আশংকা মানুষের জায়গায় এভাবে রোবট রিপ্লেস করাটা মানুষের কর্মসংস্থান এর জন্য হুমকির মুখে ঠেলে দেবে।

Tech Ninja – Techmorich