অতিরিক্ত পেইন কিলারে বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি!
January ১১, ২০১৭
সাধারনত আমাদের লাইফস্টাইল, খাদ্যাভাস কিংবা চিকিৎসাও পশ্চিমা দেশগুলোর দ্বারা অনেকাংশেই প্রভাবিত। কিন্তু অনেকেই হয়ত জানেন না উন্নত দেশেও পেইন কিলার অতিমাত্রায় সেবনের কারণে বছরে মৃত্যুর হার ১৫ হাজারের বেশি ।এ সত্ত্বেও বিপজ্জনক বিষয় হচ্ছে চিকিত্সকগণ এটা জেনেও অতিমাত্রায় পেইন কিলার সাজেস্ট করছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় চেইন ওষুধ স্টোর সিভিএস চিকিৎসকদের অতিমাত্রায় পেইন কিলার ব্যবস্থাপত্র দেওয়ার তথ্য উদঘাটন করে অনেক ডাক্তারের প্রেসক্রিপশন থেকে পেইন কিলার ডিসপেন্সিং বা পেইন কিলার বিক্রি বন্ধ করেছেন। এদের মধ্যে রয়েছেন ৩৬ জন চিকিত্সকও। সিভিএস এ তথ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের আর একটি বড় চেইন ওষুধ স্টোর ওয়ালগ্রিন ক্ষতিকর ওষুধ ডিসপেন্সিংয়ের কারণে একটি অভিযোগের নিষ্পিত্তি করেছে ৮০ মিলিয়ন ডলার দিয়ে। এদিকে সিভিএস সূত্রে বলা হয় তাদের ডাটাবেজ অনুযায়ী দেখা যায় যুক্তরাষ্ট্রের অন্তত ১০ লক্ষ প্রেসক্রিপশনে ঝুঁকিপূর্ণ ওষুধ দেওয়া হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সিং অ্যাডমিনিস্ট্রেশন এ ধরনের ক্ষতিকর ওষুধের ব্যবস্থাপত্র প্রদানের বিরুদ্ধে তত্পরতা অব্যাহত রেখেছে।
দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে পেইন কিলার বিক্রয় হয় প্রেসক্রিপশন ছাড়া এবং ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। ওষুধ প্রশাসন আছে শুধু আমদানিকারকদের পক্ষে কাজ করার জন্য। সাধারণ মানুষ বিষ পান করলেও দেখার কেউ নেই। এ বিষয়টির উপর স্বাস্থ্য বিভাগের নজর দেয়া দরকার। তাই সচেতন হউন এবং পেইন কিলার সেবনের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ মেনে চলুন মৃত্যুর ঝুঁকি থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন।
TechHealth, Mehnaz Nabin