শুরু হয়ে গেল মার্স এ যাবার প্রস্তুতি!

আগস্ট ২৯, ২০১৫

Red Planet নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। মার্স এর জীবনযাপন কেমন হবে, মানুষ সেখানের প্রতিকুল পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নেবে সে নিয়ে গবেষকদের পরিকল্পনা এখন বাস্তবায়িত হবার সময় এসে গেছে। সম্প্রতি বিবিসির এক সুত্রে জানা গেছে, নাসা একটি টিম গঠন করেছে যারা হাওআই এর barren volcano’র নিকটবর্তি স্থানে dome এ বসবাস করবে মার্স এর মতো করে। ডোম টি স্পেশালি মার্স এর জন্যই ডিজাইন করা হয়েছে।

এক্সপার্ট রা মনে করে, মার্স এর হিউম্যান মিশন এ প্রায় এক থেকে তিন বছর লেগে যেতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে বারেন ভলকানো ডোম টিতে বছরখানেক স্থায়ী ভাবে বসবাস করবে নাসার টিমটি।

ছয়জন বিশিষ্ট টিমটি যে ডোম টিতে থাকবে সেখানে কোন বাতাস, ফ্রেশ খাবার কিংবা কন প্রাইভেসি থাকবে না। এমনকি ডোমটির বাহিরে বেরোলে তাদেরকে স্পেস সুট পরে বাইরে বের হতে হবে।

একজন ফ্রেঞ্চ astrobiologist, জার্মান physicist এবং চারজন আমেরিকান পাইলট, একজন আর্কিট্যাক্ট ও একজন journalist ও একজন scientist মিলে নাসার টিম টি  গঠন করে পুরো মিশনটি নিয়ে গবেষণা করছে।

Tech Desk – Techmorich