মিরাল সারওয়ার এর “Miral’s App House”

January ১৭, ২০১৬

নাম – মিরাল সারওয়ার। ২০১৩ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে  বর্তমানে আশা’তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এন্ড্রয়েড ) হিসেবে কাজ করছে । মিরাল ভালোবাসে মোবাইল এপ্লিকেশন ডেভেলপ করতে তাই এদিকেই তাঁর একাগ্রতা এবং মনোনিবেশ। গুগোল প্লেস্টোরে “Miral’s App House” নামে তাঁর স্টোরে আছে বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ।

সম্প্রতি মিরালের “CNG Fare Calculator” প্লে স্টোরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাপটি পাবলিশের মাত্র নয় দিনের মাথায়ই সেটা ৭০০০+ ডাউনলোড হয়েছে যেটা মিরালের কাজের ইন্সপিরিশনকে আরো বাড়িয়ে তুলেছে ।এই অ্যাপটির মূলত কাজ হচ্ছে, দুটো ডেসটিনেশনকে নির্ধারন করে ভ্যালু সংযোজনের মাধ্যমে সঠিক ভাড়া বের করা।এই ক্যালকুলেটরের ফলে  সি এন জি’র মিটারের সাথে ভাড়ার তারতম্য ঘটলে ট্র্যাফিক কমপ্লেইনটে কমপ্লেইন করে  জানিয়ে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া যাবে।

মিরাল সারওয়ার এর আরেকটি অ্যাপ হচ্ছে  “Expense Manager” , নাম শুনেই বোঝা যাচ্ছে এই অ্যাপ এর মুল কাজ কি।

অ্যাপটির  “key feature” গুলো হচ্ছে :

  • This App can manage and analyze the expense activities of the user by providing him a lot of aspects.
  • Through this App user can see the monthly expense summery and a dynamic pie chart with expense details.
  • Through this App a user can insert and save daily expenses.
  • User can insert and save Income amount of the month.
  • User can set budgets or limit of every expense categories.
  • There are some alerts and overviews will be shown like:
    The rest amount of expenses until reach the monthly budget.
    The rest amount of expenses until reach the monthly income.
  • The Excel Export of data is a unique feature.
  • Bangladeshi Taka as a currency is not available in any Expense Manager, this feature is new.

আগামী পাঁচ বছরের মধ্যে মিরালের পরিকল্পনা সম্পর্কে জানান, অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে  আমি আমার সকল আইডিয়া বাস্তবে রুপ দিতে চাই। পাশাপাশি অন্যদেরকেও শেখার ব্যাপারে সাহায্য করতে চাই।

পেশা হিসেবে এর সম্ভাবনার কথা জানিয়ে মিরাল বলেন, এই সেক্টরে বাংলাদেশে এবং দেশের বাইরে যে বিপুল সম্ভাবনা রয়েছে সেটার জন্য আমাদের দেশে প্রচুর দক্ষ ডেভেলপার তৈরী করা প্রয়োজন।  মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার হিসেবে নিঃসন্দেহে একটি স্মার্ট এবং যুগোপযোগী পেশা । নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য  বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এই পেশা হতে পারে একটি রোল মডেল।

অ্যাপটি ডাউনলোড করতে পারেন এখান থেকে : CNG Fare Calculator