“ডিভাইন কমেডি” নামটির সাথে কমেডি দেখেই অনেকে হয়ত ভাবছেন কোন কমিক বুক বা হাস্যরস জড়িত কোন বিষয়। কিন্তু ব্যাপারটি ঠিক তার উলটো। ফ্লোরেন্স এর লেখক “দান্তে অলিঘিয়েরি” ১৪২৩৩ লাইনের মহাকাব্য “ডিভাইন কমেডি” তে নরকের এক ভয়াবহ বর্ননা দেন। ইনফার্নো, পারগেতোরিও আর পারদিসো এই তিন ভাগে বিভক্ত ছিল মহাকাব্যটি ।
The Abyss of Hell বা Map of Hell নামের বিখ্যাত চিত্র কর্মটিতে দান্তের বিভিষীকাময় নরকের ভুগর্ভের ছবি একেছেন যিনি তার পুরো নাম SANDRO BOTTICELLI “বত্তিচিলি” নামেই সবাই তাকে চেনে। ছবিটির বর্ননায় দেখানো আছে আগুন, সালফার, নর্দমা, দানবে পরিপূর্ণ একটি ফানেল যার প্রানকেন্দ্রে আছে তিন মাথা বিশিষ্ট শয়তান লুসিফার যে তার তিনটি মুখ দিয়ে তিন জন মানুষকে খাচ্ছে।
Tech Writer – Techmorich