বাংলাদেশের গর্ব প্রতিভাবান 3D আর্টিস্ট “আবদুল্লাহ সারফারায ইয়াসিন”

ফেব্রুয়ারি ৭, ২০১৬

আমাদের টেকমরিচের আজকের অসাধারণ একজন ভিন্নধর্মী প্রতিভাময় 3D আর্টিস্ট আবদুল্লাহ ইয়াসিন।
পুরো নাম “আবদুল্লাহ সারফারায ইয়াসিন”। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে Electronics & Telecommunication এ গ্রাজুয়েশন করে ইয়াসিন। কিন্তু তার পরিচয় শুধু এতটুকুর মধ্যেই শেষ নয়। ইয়াসিন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেই বিষয়ের উপর বিশ্বের সেরা বিদ্যাপিঠ থেকে পড়াশোনা করার সৌভাগ্য অর্জন করেছে।

ইয়াসিন হচ্ছে সেই সৌভাগ্যবান প্রতিভাবান আর্টিস্ট যে বিশ্বের প্রথম ৫টি সারির একটি CG school “Hollywood from Gnomon school of visual effects” থেকে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। পড়াশোনা শেষে সেখানেই তার ক্যারিয়ার নিয়ে পড়ে থাকেনি। ছুটে এসেছে নিজের মাতৃভুমিতে তার মতো আরো প্রতিভাবান শিল্পী তৈরি করার জন্য এবং তাদের অনুপ্রেনরা যোগানোর জন্য। চলুন আমরা ইয়াসিনের কাজের সাথে পরিচিত হতে হতে তার সম্পর্কে আরো কিছু জেনে আসি।

“My name is Abdullah Sarfaraz Yeaseen. I studied on animation and visual effects in Hollywood from Gnomon school of visual effects; one of the top 5 CG schools in the world.I am the first Bangladeshi to study over there. Later I came back to Bangladesh to take the animation industry of Bangladesh a step ahead and to inspire more passionate artists like me.

My concentration of work is 3D animation and Visual Effects. I also work on 2D motion graphics, film concept, Augmented Reality. My projects are generally character animation, infographics, CG TVC, special Effect in films. I’m currently working on some environment concepts, A coc-cola fan made TVC. Conceptual, still life, automobile, architectural, Visual effects, cinematography.

বাংলাদেশের কাজের প্রেক্ষাপট এবং অবস্থা সম্পর্কে ইয়াসিন বলে – “The most common problem that is being faced in Bangladesh is less knowledge, application and appreciation for 3D artists.”

নতুনদের উদ্দেশ্যে ইয়াসিনের পরামর্শ – “For new and growing artists, my one and only tip would be to have passion and patience. Anyone with these two virtue will have an everlasting thirst to learn more and do better.”

Portfolio Abdullah Sarfaraz Yeaseen

06 05 004

001  07

11  12  10

09

Rifat Ara – Techwriter